বরিশাল প্রতিনিধিঃ এছাড়া সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীরা কোয়ারেন্টাইন সঠিক ভাবে করছে কিনা এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে পৃথক ভাবে অভিযান করেছে জেলা প্রশাসন এর ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগরীর সদর রোডে শাহিন কমপ্লেক্সে সার্জিক্যাল ষ্টোরে অভিযান চালায়।
সেখানে মাস্কের দাম বেশি রাখার প্রমাণ পাওয়ায় মেডিসান সার্জিক্যাল এন্ড সাইন্টিফিক দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
পরে নগরীর বিভিন্ন স্থানে থাকা সদ্য বিদেশ ফেরত প্রবাসীরা ঠিক মত কোয়ারেন্টাইন করছে কিনা তা তদারকি করেন। অপরদিকে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল বাজার মনিটরিংএ নামেন নগরীর পিয়াজপট্টি এলাকায়। সেখানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখার জন্য ব্যবসায়ীদের এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিসপত্র না কেনার জন্য ক্রেতাদের অনুরোধ জানান।