ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: ড. বদিউল আলম

তরুণদের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আদহানোম গেব্রেয়েসাস

আন্তর্জাতিক ডেস্ক:  মহামারি করোনা ভাইরাসে তরুণরা তুলনামূলক নিরাপদ বলেই মনে করা হতো। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবার শুনাল ভিন্ন কথা। সংস্থাটি বলছে, করোনায় তরুণদের নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তাদেরও মৃত্যু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তরুণরা করোনা ভাইরাস থেকে নিরাপদ নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলছে, তরুণদেরও সামাজিক দূরত্ব ও যোগাযোগের ক্ষেত্রে বিধি-নিষেধ মেনে চলতে হবে। অধিক ঝুঁকিপূর্ণ বৃদ্ধদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যথায় বিপর্যয় ঘটতে পারে।

এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আদহানোম গেব্রেয়েসাস বলেন, করোনা ভাইরাসে অন্যদের মতোই অবস্থা হতে পারে তরুণদেরও। তাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর ক্ষেত্রে পার্থক্য তৈরি করে দিতে পারে। করোনায় তরুণদের নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই।

বিভিন্ন দেশে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছেন বৃদ্ধরা। তাদের ক্ষেত্রেই জটিলতা বেশি দেখা যাচ্ছে। এ কারণে নিজেদের নিরাপদ ভাবছে তরুণরা। ফলে এটি নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ডব্লিউএইচও প্রধান।

প্রসঙ্গত, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও বেশি ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০২ জনে পৌঁছেছে। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ১০৪ জনে।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। দেশটিতে একদিনেই মারা গেছেন ৬২৭ জন। এতে সেখানে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ পৌঁছেছে। এছাড়া ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৭ হাজার ২১ জন। এদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস
সর্বাধিক পঠিত

৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

তরুণদের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:  মহামারি করোনা ভাইরাসে তরুণরা তুলনামূলক নিরাপদ বলেই মনে করা হতো। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবার শুনাল ভিন্ন কথা। সংস্থাটি বলছে, করোনায় তরুণদের নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তাদেরও মৃত্যু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তরুণরা করোনা ভাইরাস থেকে নিরাপদ নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলছে, তরুণদেরও সামাজিক দূরত্ব ও যোগাযোগের ক্ষেত্রে বিধি-নিষেধ মেনে চলতে হবে। অধিক ঝুঁকিপূর্ণ বৃদ্ধদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যথায় বিপর্যয় ঘটতে পারে।

এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আদহানোম গেব্রেয়েসাস বলেন, করোনা ভাইরাসে অন্যদের মতোই অবস্থা হতে পারে তরুণদেরও। তাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর ক্ষেত্রে পার্থক্য তৈরি করে দিতে পারে। করোনায় তরুণদের নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই।

বিভিন্ন দেশে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছেন বৃদ্ধরা। তাদের ক্ষেত্রেই জটিলতা বেশি দেখা যাচ্ছে। এ কারণে নিজেদের নিরাপদ ভাবছে তরুণরা। ফলে এটি নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ডব্লিউএইচও প্রধান।

প্রসঙ্গত, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও বেশি ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০২ জনে পৌঁছেছে। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ১০৪ জনে।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। দেশটিতে একদিনেই মারা গেছেন ৬২৭ জন। এতে সেখানে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ পৌঁছেছে। এছাড়া ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৭ হাজার ২১ জন। এদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক।