নওগাঁ জেলার শিক্ষাক্ষেত্রে এক গর্বিত অধ্যায়ের সূচনা হলো। জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৪ জানুয়ারি নওগাঁ জেলা শিক্ষা অফিস আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দেয়।
২০২৪ সালের ২ অক্টোবর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই ড. লোকনুজ্জামানের দক্ষ নেতৃত্ব, একনিষ্ঠতা ও দূরদর্শী পরিকল্পনায় কলেজটির একাডেমিক পরিবেশে আসে দৃশ্যমান পরিবর্তন। তার নেতৃত্বে কলেজে শতভাগ শিক্ষার্থী এখন নিয়মিত ক্লাসমুখী। এইচএসসি পরীক্ষার ফলাফল আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, যা তার কর্মদক্ষতার উজ্জ্বল প্রমাণ।
প্রায় ১২০০ শিক্ষার্থীর এই বিদ্যাপীঠকে মানোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। শৃঙ্খলা, পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ ও শিক্ষকদের একাডেমিক সম্পৃক্ততা—সব ক্ষেত্রেই তার ইতিবাচক প্রভাব স্পষ্ট।
অধ্যক্ষ ড. লোকনুজ্জামান জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মহাদেবপুরবাসীসহ পুরো নওগাঁ জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে আরও আশাবাদী হয়ে উঠেছেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই মেধাবী ও প্রজ্ঞাবান শিক্ষকের সম্মাননায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ড. লোকনুজ্জামানের কর্মজীবনও সমানভাবে গৌরবোজ্জ্বল। তিনি পূর্বে নজিপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ,নওগাঁ সরকারি কলেজ এবং সরকারি বিএমসি মহিলা কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনা সম্পন্ন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর ড. সায়দুল ইসলাম ও প্রফেসর ড. নজরুল ইসলামের তত্ত্বাবধানে গবেষণা শেষ করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক মানের জার্নালে তার চারটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করে তিনি সাপাহার সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন—সেখান থেকেই শুরু হয় এক আলোকিত শিক্ষাযাত্রা।
ড. লোকনুজ্জামানের এই কৃতিত্বপূর্ণ অর্জনে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন। নওগাঁ জেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি জাহিদ রব্বানী এবং নওগাঁ জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সংগঠনের সভাপতি, সাংবাদিক এম আর রকি তার অবদানের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ নিঃসন্দেহে নওগাঁ জেলার এক কৃতি সন্তান—যিনি শিক্ষা দিয়ে আলোকিত করছেন ভবিষ্যৎ প্রজন্মকে, গড়ে তুলছেন একটি উন্নত ও মানবিক সমাজ।

স্টাফ রিপোর্টার: 


















