জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে বুধবার (২৭ আগস্ট)।
এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।
এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আসামিদের মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি ২৬ জন পলাতক রয়েছেন, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও আছেন। পলাতকদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।