জুলাই আগষ্টের নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করলো নওগাঁ জেলা ছাত্র দল। নওগাঁ জেলা বিএনপি কার্যালয়ে বুধবার এ স্বরণ সভায় উপস্থিত ছিলেন শহর ছাত্র দলের আহবায়ক রাকিব তুষার, সদর ছাত্র দলের সদস্য সচিব রুহুল আমীন রুহল, সরকারী কলেজ ছাত্র দলের আহবায়ক জুনায়েদ হোসেন জুন, আব্দুল কাদের রাসেল প্রমুখ।
জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে স্বরণ সভায়, জুলাইয়ের বিপ্লবী শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম সহ সকল বীর শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
সভায় ফ্যাসিবাদ বিারোধী আন্দোলনে সকল দলমত কে এক কাতারে থাকার আহবান জানানো হয় ।