ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ Logo মান্দায় অটো চার্জারের ধাক্কায় এক ব্যক্তি নিহত Logo সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে Logo মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী Logo ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বললেন—বিমানে বোমা আছে Logo সিলেটে সুরমার পানি বাড়ছে, বিপৎসীমা ছুঁইছুঁই কুশিয়ারা Logo সোহাগ হত্যার দায়ে টিটন গাজী নামে আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫ Logo আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে বেরোবি যাচ্ছেন চার উপদেষ্টা Logo ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুত্র ফুটবল খেলা

নড়াইলে মোল্লাও শেখ বংশের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু মোল্যা (২০) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত জিল্লুর রহমান সরদার উপজেলার কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। আহত জিতু মোল্যা একই উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি কুলশুর গ্রামে অবস্থিত হলেও মাঠের দখল নিয়ে বাবুপুর গ্রামের শেখ বংশ ও পার্শ্ববর্তী পাঁচ কাউনিয়া গ্রামের মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার বিকেলে বাবুপুর গ্রামের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছিলেন। এসময় পাঁচ কাউনিয়া গ্রামের লোকজন মাঠে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জেরে বাবুপুর গ্রামের লোকজন পাঁচ কাউনিয়ার শিক্ষার্থী জিতু মোল্যাকে পিটিয়ে আহত করে।

এর কিছুক্ষণ পর বাবুপুর গ্রামের শেখ বংশীয় লোকজন কুলশুর গ্রামে হামলা চালায়। হামলাকারীরা কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে ঢুকে পড়ে। এসময় তার চাচাতো ভাই জিল্লুর রহমান সরদার এগিয়ে গেলে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত জিল্লুরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, বাবুপুরের শেখ বংশ এবং কুলশুর গ্রামের সরদার বংশের মধ্যে পূর্বপুরুষ থেকে বংশগত বিরোধ চলে আসছে। চলতি বছরের ১৬ মে বাবুপুর জামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেও দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল।

ট্যাগস

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ

সুত্র ফুটবল খেলা

নড়াইলে মোল্লাও শেখ বংশের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৮:৫৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিতু মোল্যা (২০) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত জিল্লুর রহমান সরদার উপজেলার কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। আহত জিতু মোল্যা একই উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি কুলশুর গ্রামে অবস্থিত হলেও মাঠের দখল নিয়ে বাবুপুর গ্রামের শেখ বংশ ও পার্শ্ববর্তী পাঁচ কাউনিয়া গ্রামের মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার বিকেলে বাবুপুর গ্রামের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছিলেন। এসময় পাঁচ কাউনিয়া গ্রামের লোকজন মাঠে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জেরে বাবুপুর গ্রামের লোকজন পাঁচ কাউনিয়ার শিক্ষার্থী জিতু মোল্যাকে পিটিয়ে আহত করে।

এর কিছুক্ষণ পর বাবুপুর গ্রামের শেখ বংশীয় লোকজন কুলশুর গ্রামে হামলা চালায়। হামলাকারীরা কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে ঢুকে পড়ে। এসময় তার চাচাতো ভাই জিল্লুর রহমান সরদার এগিয়ে গেলে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত জিল্লুরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, বাবুপুরের শেখ বংশ এবং কুলশুর গ্রামের সরদার বংশের মধ্যে পূর্বপুরুষ থেকে বংশগত বিরোধ চলে আসছে। চলতি বছরের ১৬ মে বাবুপুর জামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেও দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল।