ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইআরজিসির ‘শীর্ষ কমান্ডারকে’ হত্যার দাবি ইসরাইলের

তেহরানে হামলায় ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে হামলায় আইআরজিসির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে।

তারা শাদমানিকে ইরানের ‘সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার’ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিকটতম ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে। ইসরাইলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

শুক্রবারের (১৩ জুন) ইসরাইলের হামলায় খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর শাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

আইআরজিসির ‘শীর্ষ কমান্ডারকে’ হত্যার দাবি ইসরাইলের

আপডেট সময় ০২:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

তেহরানে হামলায় ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে হামলায় আইআরজিসির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে।

তারা শাদমানিকে ইরানের ‘সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার’ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিকটতম ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে। ইসরাইলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

শুক্রবারের (১৩ জুন) ইসরাইলের হামলায় খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর শাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।