আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই নিউজ লেখা পর্যন্ত ৪টা ২৫ মিনিটে এই স্ট্যাটাসে এক লাখ নয় হাজার লাইক, ১৬ হাজার নয়শত কমেন্ট ও দুই হাজার ছয়শতটি শেয়ার হয়।এতে অনেকেই তার সঙ্গে একাত্মতা করে কমেন্ট করেছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।