ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে স্ট্রবেরি চাষে সফল জিল্লুরের গল্প এলাকা বাসীর মুখে মুখে 

 ধান, আম গম, ও অন্যান্য ফসলের জন্য পরিচিত  নওগাঁ জেলা ।কিন্ত  এই জেলার এক সাহসী কৃষক   বদলে দিয়েছেন নিজের ভাগ্য ভিন্ন ফসল স্ট্রবেরী চাষ করে।

স্ট্রবেরি চাষ করে সাফল্যের নতুন দিগন্ত খোলা চাষীর নাম জিল্লুর রহমান। ভালো ফলনের সাথে রমজান মাসে ইফতারে ফলের বাড়তি চাহিদায় চড়া দরে স্ট্রবেরী বিক্রি করে  জিল্লুর এখন এলাকা আলোচিত কৃষক।

নওগাঁর মহাদেবপুরের সফাপুর এলাকার চাষী জিল্লুর রহমান ৩ বছর  বছর আগে ধানের চাষ থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার সিদ্ধান্ত নেন। ইউটিউব ও কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ। এবার ৪ বিঘা জমিতে চাষ করেন স্ট্রবেরী । মাটির গুন ও ভালো জাত প্রথম বছর থেকেই স্ট্রবেরী চাষে সফল হন তিনি ।  এখন প্রতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ  টাকার স্ট্রবেরী বিক্রি করছেন জিল্লুর রহমান ।

 স্ট্রবেরী একটি বিদেশী ফল হলেও সাম্প্রতিক সময়ে এ ফলেনর ব্যাপক চাহিদা তৈরী হয়েছে । এ চাহিদা কে লক্ষ রেখে অনেক চাষী স্ট্রবেরী চাষে এগিয়ে আসছেন ।এবার অনুকুল আবহাওয়ার স্ট্রবেরীর ভালো ফলন হয়েছে সে সাথে ভালো দর পাওয়ায় অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন।জিল্লুর রহমান বলেন, এবার ফলন ভালো হয়েছে । সাড়ে ৩ বিঘা জমি থেকে ১৪ লাখ টাকার স্ট্রবেরী বিক্রির আশা করছেন তিনি।  

শুধু নওগাঁতেই নয়, জিল্লুর রহমান তার উৎপাদিত স্ট্রবেরি পাঠাচ্ছেন রাজশাহী, ঢাকা, এমনকি চট্টগ্রামের বাজারেও। জিল্লুরের বাগান দেখতে অনেকেই আসছেন দুর দুরান্ত থেকে । তার সফলতার গল্পে অনুপ্রাণিত হয়ে আরও অনেক কৃষক এখন স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন। নিয়ামতপুর থেকে আসা ২ জন যুবক তার বাগান ঘরে দেখে আগ্রহ প্রকাশ করেন এমন বাগান তারাও  করবেন । চাষী জিল্লুর রহমান

নতুন জাত আর ভিন্ন ফসলের আগ্রহী চাষীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ । মহাদেবপুর নওগাঁ উপজেলা কৃষি অফিসার হুসেইন মোহাম্মদ এরশাদ, বলেন যারা প্রচলিত কৃষির বাইরে এমন সাহসী উদ্যেগ নিচ্ছেন তাদের জন্য কৃষি বিভাগ সব সময় আলাদা সহযোগিতা দিয়ে আসছে ।

জিল্লুর তার বাগান থেকে প্রতিদিন ১৩০ থেকে ১৪০ কেজি স্ট্রবেরী তূলছেন । স্থানীয় বাজারে যা প্রতি কেজি ১৮০ থেকে ২শ টাকা দরে বিক্রি হচ্ছে । নতুন কিছু করার সাহস থাকলেই জীবনে আসে পরিবর্তন। জিল্লুর রহমান তার প্রমাণ। স্ট্রবেরি চাষ করে তিনি শুধু নিজের ভাগ্য বদলাননি, অনুপ্রাণিত করেছেন আরও শত কৃষককে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মহাদেবপুরে স্ট্রবেরি চাষে সফল জিল্লুরের গল্প এলাকা বাসীর মুখে মুখে 

আপডেট সময় ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 ধান, আম গম, ও অন্যান্য ফসলের জন্য পরিচিত  নওগাঁ জেলা ।কিন্ত  এই জেলার এক সাহসী কৃষক   বদলে দিয়েছেন নিজের ভাগ্য ভিন্ন ফসল স্ট্রবেরী চাষ করে।

স্ট্রবেরি চাষ করে সাফল্যের নতুন দিগন্ত খোলা চাষীর নাম জিল্লুর রহমান। ভালো ফলনের সাথে রমজান মাসে ইফতারে ফলের বাড়তি চাহিদায় চড়া দরে স্ট্রবেরী বিক্রি করে  জিল্লুর এখন এলাকা আলোচিত কৃষক।

নওগাঁর মহাদেবপুরের সফাপুর এলাকার চাষী জিল্লুর রহমান ৩ বছর  বছর আগে ধানের চাষ থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার সিদ্ধান্ত নেন। ইউটিউব ও কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ। এবার ৪ বিঘা জমিতে চাষ করেন স্ট্রবেরী । মাটির গুন ও ভালো জাত প্রথম বছর থেকেই স্ট্রবেরী চাষে সফল হন তিনি ।  এখন প্রতি মৌসুমে ৭ থেকে ৮ লাখ  টাকার স্ট্রবেরী বিক্রি করছেন জিল্লুর রহমান ।

 স্ট্রবেরী একটি বিদেশী ফল হলেও সাম্প্রতিক সময়ে এ ফলেনর ব্যাপক চাহিদা তৈরী হয়েছে । এ চাহিদা কে লক্ষ রেখে অনেক চাষী স্ট্রবেরী চাষে এগিয়ে আসছেন ।এবার অনুকুল আবহাওয়ার স্ট্রবেরীর ভালো ফলন হয়েছে সে সাথে ভালো দর পাওয়ায় অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন।জিল্লুর রহমান বলেন, এবার ফলন ভালো হয়েছে । সাড়ে ৩ বিঘা জমি থেকে ১৪ লাখ টাকার স্ট্রবেরী বিক্রির আশা করছেন তিনি।  

শুধু নওগাঁতেই নয়, জিল্লুর রহমান তার উৎপাদিত স্ট্রবেরি পাঠাচ্ছেন রাজশাহী, ঢাকা, এমনকি চট্টগ্রামের বাজারেও। জিল্লুরের বাগান দেখতে অনেকেই আসছেন দুর দুরান্ত থেকে । তার সফলতার গল্পে অনুপ্রাণিত হয়ে আরও অনেক কৃষক এখন স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন। নিয়ামতপুর থেকে আসা ২ জন যুবক তার বাগান ঘরে দেখে আগ্রহ প্রকাশ করেন এমন বাগান তারাও  করবেন । চাষী জিল্লুর রহমান

নতুন জাত আর ভিন্ন ফসলের আগ্রহী চাষীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ । মহাদেবপুর নওগাঁ উপজেলা কৃষি অফিসার হুসেইন মোহাম্মদ এরশাদ, বলেন যারা প্রচলিত কৃষির বাইরে এমন সাহসী উদ্যেগ নিচ্ছেন তাদের জন্য কৃষি বিভাগ সব সময় আলাদা সহযোগিতা দিয়ে আসছে ।

জিল্লুর তার বাগান থেকে প্রতিদিন ১৩০ থেকে ১৪০ কেজি স্ট্রবেরী তূলছেন । স্থানীয় বাজারে যা প্রতি কেজি ১৮০ থেকে ২শ টাকা দরে বিক্রি হচ্ছে । নতুন কিছু করার সাহস থাকলেই জীবনে আসে পরিবর্তন। জিল্লুর রহমান তার প্রমাণ। স্ট্রবেরি চাষ করে তিনি শুধু নিজের ভাগ্য বদলাননি, অনুপ্রাণিত করেছেন আরও শত কৃষককে।