নওগাঁয় বিশেষ শিশুদের নিয়ে শীত কালীণ পিঠা উৎসব করা হয়েছে । নওগাঁর জেল খানা সংলগ্ন আশার আলো অটিস্টিক স্কুলে দিন ব্যাপী এ পিঠা উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল । এ সময় অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা: ময়নুল হক দুলদুল, জেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসকসাদিয়া আফরিন, প্রতিষ্টানের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এসএম সামসুল আলম, আযাদ সালাউদ্দিন শেখ শুকুর আলী খোকন সভাপতি সদর উপজেলা বিএনপি, সমাজ সেবক রেজাউর রহমান টুকু, এডভোকেট দেলোয়ার হোসেন সাঈদ, সহ সাধারণ সম্পাদক জামায়াতে ইসলাম নওগাঁ, ,জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরুল আখিয়ার আলম পরাগ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আরমান হোসেন, প্রফেসর জাহাঙ্গীর আলম প্রমুখ ।
পিঠা উৎসবে অন্তত ২৪ পদের পিঠার পসরা সাজিয়ে তুলে ধরা হয়। এ সময় বিশেষ শিশুদের মায়েদের দেওয়া হয় বিশেষ সম্মননা । প্রধান অতিথি বিশেষ শিশুদের হাতে তৈরী বুটিকসের শোরুম উদ্বোধন করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ওয়াসিম হোসেনের কর্মকান্ডে ভুয়সী প্রশংসা করে বলেন, সমাজের বিশেষ শিশুদের জন্য মহতী উদ্যেগ দৃষ্টান্ত হবে । সে সাথে জেলায় একটি সরকারী পর্যায়ে অটিস্টিক বিদ্যালয় প্রতিষ্টার গুরুত্ব তুলে ধরেন ।