ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে

রাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিলো ছাত্রশিবির

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫৮৯ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘আমাদের প্রিয় ক্যাম্পাসে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলার ঘটনার মতো হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়ায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে আসছি।’

তিনি আরও বলেন, ‘তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে জোহা চত্বরে শেষ হবে।’

শিক্ষার্থীদের মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভাই ও বোনদের এই মিছিলে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’

ট্যাগস

পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে

রাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিলো ছাত্রশিবির

আপডেট সময় ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘আমাদের প্রিয় ক্যাম্পাসে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলার ঘটনার মতো হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়ায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে আসছি।’

তিনি আরও বলেন, ‘তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে জোহা চত্বরে শেষ হবে।’

শিক্ষার্থীদের মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভাই ও বোনদের এই মিছিলে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’