ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মেসি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৫৯২ Time View

২০ বছরের সম্পর্ক ভেঙে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে কাতালান ক্লাবটির সম্পর্ক ভালো নয় বলেই ধারণা ছিল ভক্তদের। তবে বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে বলে আশা ছিল ভক্তদের। তবে সে আশা আর পূরণ হচ্ছে না বার্সার, এ অনুষ্ঠানে থাকছেন না লিওনেল মেসি।

আগামী শুক্রবার বার্সেলোনা তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই অনুষ্ঠানকে বর্ণিল করতে তারা দলের সাবেক আইকনদের আমন্ত্রণ জানায়, এই তালিকায় ছিলেন লিওনেল মেসিও। ২০২১ সালে অশ্রুসিক্ত বিদায়ের তিন বছর পর তার কাতালান ক্লাবে ফেরার খবর শিরোনাম হয়েছিল শুক্রবার। কিন্তু পরের দিন এলো ভিন্ন খবর।বার্সেলোনার সর্বকালের সেরা খবর এই জমকালো আয়োজনে থাকবেন না। এমনটা নিশ্চিত হওয়া গেছে।

রেলেভো জানিয়েছে, সাবেক ক্লাবের এই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মেসি। যদিও তার ক্লাব ইন্টার মায়ামি চলতি মাসে এমএলএস প্লে অফ থেকে বিদায় নেওয়ায় এখন তিনি পুরোপুরি অবসর সময় কাটাচ্ছেন। আটালান্টা ইউনাইটেডের কাছে মায়ামির হারের পর ফ্লোরিডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মেসিকে সাবেক ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেয়। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্লাবের বোর্ডের সঙ্গে অস্বস্তিকর সম্পর্কই এই সিদ্ধান্তের কারণ। একটি রেকর্ডেড ভিডিও বার্তা দিয়ে অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দেবেন মেসি।

ট্যাগস

বার্সেলোনার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মেসি

আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

২০ বছরের সম্পর্ক ভেঙে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে কাতালান ক্লাবটির সম্পর্ক ভালো নয় বলেই ধারণা ছিল ভক্তদের। তবে বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে বলে আশা ছিল ভক্তদের। তবে সে আশা আর পূরণ হচ্ছে না বার্সার, এ অনুষ্ঠানে থাকছেন না লিওনেল মেসি।

আগামী শুক্রবার বার্সেলোনা তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই অনুষ্ঠানকে বর্ণিল করতে তারা দলের সাবেক আইকনদের আমন্ত্রণ জানায়, এই তালিকায় ছিলেন লিওনেল মেসিও। ২০২১ সালে অশ্রুসিক্ত বিদায়ের তিন বছর পর তার কাতালান ক্লাবে ফেরার খবর শিরোনাম হয়েছিল শুক্রবার। কিন্তু পরের দিন এলো ভিন্ন খবর।বার্সেলোনার সর্বকালের সেরা খবর এই জমকালো আয়োজনে থাকবেন না। এমনটা নিশ্চিত হওয়া গেছে।

রেলেভো জানিয়েছে, সাবেক ক্লাবের এই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মেসি। যদিও তার ক্লাব ইন্টার মায়ামি চলতি মাসে এমএলএস প্লে অফ থেকে বিদায় নেওয়ায় এখন তিনি পুরোপুরি অবসর সময় কাটাচ্ছেন। আটালান্টা ইউনাইটেডের কাছে মায়ামির হারের পর ফ্লোরিডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মেসিকে সাবেক ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেয়। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্লাবের বোর্ডের সঙ্গে অস্বস্তিকর সম্পর্কই এই সিদ্ধান্তের কারণ। একটি রেকর্ডেড ভিডিও বার্তা দিয়ে অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দেবেন মেসি।