ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

রাশিয়া ইউক্রেনে এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই মস্কো এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাল। বিশ্লেষকেরা বলছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সামরিক ব্যবহার এই প্রথম।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার কিয়েভ ও পশ্চিমা বিশ্বের প্রতি এক কড়া বার্তা।

এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছিল এবং এগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।ইউক্রেনের দাবি, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার ৩৩ মাস ধরে চলমান যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনার নতুন দিক নির্দেশ করছে। কারণ, চলতি সপ্তাহে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেই হামলার পর মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এমন হামলাকে তারা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখবে।রাশিয়ার এই হামলার বিষয়টিকে আমলে নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ সংস্থা ডিফেন্স এক্সপ্রেস প্রশ্ন তুলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানানো হয়েছিল কিনা।

সাধারণত এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে তথ্য জানানো হয়, যাতে ভুলবশত প্রতিপক্ষের পাল্টা হামলা না ঘটে।জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থার বিশেষজ্ঞ আন্দ্রেই বাকলিতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যদি সত্যি হয়ে থাকে, এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সামরিক ব্যবহার।’ জার্মান নিরাপত্তা বিশেষজ্ঞ উলরিখ কুহন লিখেছেন, ‘আজ রাশিয়া প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে। এটি সরাসরি দিনিপ্রোর বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এ সপ্তাহে রাশিয়ায় হামলা চালায়। তার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ আক্রান্ত হলে প্রয়োজনে পারমাণবিক হামলা চালানোর শর্ত শিথিল করেছেন।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল শেষ হওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেন উভয়ই রণক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে যেতে চাইছে। কারণ, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কীভাবে তা করবেন, তা জানাননি।

ট্যাগস

ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

আপডেট সময় ০৬:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রাশিয়া ইউক্রেনে এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই মস্কো এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাল। বিশ্লেষকেরা বলছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সামরিক ব্যবহার এই প্রথম।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার কিয়েভ ও পশ্চিমা বিশ্বের প্রতি এক কড়া বার্তা।

এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছিল এবং এগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।ইউক্রেনের দাবি, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার ৩৩ মাস ধরে চলমান যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনার নতুন দিক নির্দেশ করছে। কারণ, চলতি সপ্তাহে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেই হামলার পর মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এমন হামলাকে তারা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখবে।রাশিয়ার এই হামলার বিষয়টিকে আমলে নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ সংস্থা ডিফেন্স এক্সপ্রেস প্রশ্ন তুলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানানো হয়েছিল কিনা।

সাধারণত এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে তথ্য জানানো হয়, যাতে ভুলবশত প্রতিপক্ষের পাল্টা হামলা না ঘটে।জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থার বিশেষজ্ঞ আন্দ্রেই বাকলিতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যদি সত্যি হয়ে থাকে, এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সামরিক ব্যবহার।’ জার্মান নিরাপত্তা বিশেষজ্ঞ উলরিখ কুহন লিখেছেন, ‘আজ রাশিয়া প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে। এটি সরাসরি দিনিপ্রোর বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এ সপ্তাহে রাশিয়ায় হামলা চালায়। তার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ আক্রান্ত হলে প্রয়োজনে পারমাণবিক হামলা চালানোর শর্ত শিথিল করেছেন।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল শেষ হওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেন উভয়ই রণক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে যেতে চাইছে। কারণ, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কীভাবে তা করবেন, তা জানাননি।