ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী Logo ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল Logo কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিপাকে কঙ্গনা Logo নওগাঁয় বন্ধুমিতালীর পরিচালক তনু ও চেয়ারম্যান মামুনকে আটকের দাবীতে সড়ক অবরোধ Logo হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে Logo বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo দর্শকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেসির ও আর্জেন্টিনার জার্সি পরবে: স্কালোনি Logo ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক: এরদোগান Logo বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট Logo নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

৫ গোলের বড় জয় বার্সেলোনার

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৫৯৮ Time View

বার্সেলোনার বিপক্ষে খেলার আগে এক হালি বা তার কমবেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই যেন নামতে হচ্ছে প্রতিপক্ষ দলকে। সব ধরনের প্রতিযোগিতায় গেল ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার। ৩ ও ৪ গোল করে করেছে দুইবার। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা।সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার পয়েন্ট এখন ৪ ম্যাচে ৯।অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার।২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি।

৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলছে বার্সা। স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও লেওয়ানডস্কি।

ট্যাগস

ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

৫ গোলের বড় জয় বার্সেলোনার

আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

বার্সেলোনার বিপক্ষে খেলার আগে এক হালি বা তার কমবেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই যেন নামতে হচ্ছে প্রতিপক্ষ দলকে। সব ধরনের প্রতিযোগিতায় গেল ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার। ৩ ও ৪ গোল করে করেছে দুইবার। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা।সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার পয়েন্ট এখন ৪ ম্যাচে ৯।অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার।২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি।

৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলছে বার্সা। স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও লেওয়ানডস্কি।