ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে হামলা সম্পন্ন করার কথা জানিয়েছে আইডিএফ। আজ সকালে এক বিবৃতিতে তারা এমনটি জানিয়েছে। 

বিবৃতিতে আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরানের বেশ কয়েকটি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে। আমাদের সেনারা নিরাপদে বাড়ি ফিরেছে।গত ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলের ‘অ্যাটাক’ ট্র্যাক করেছে। তবে, কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।ইরানের বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।এর আগে, হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ইরানে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল

আপডেট সময় ০১:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে হামলা সম্পন্ন করার কথা জানিয়েছে আইডিএফ। আজ সকালে এক বিবৃতিতে তারা এমনটি জানিয়েছে। 

বিবৃতিতে আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরানের বেশ কয়েকটি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে। আমাদের সেনারা নিরাপদে বাড়ি ফিরেছে।গত ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলের ‘অ্যাটাক’ ট্র্যাক করেছে। তবে, কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।ইরানের বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।এর আগে, হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।