ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ Logo জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন Logo বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo নওগাঁয় ‘সিডেফ’ এর মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত Logo কিশোরগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন Logo পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা Logo যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo ‘সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ ইসলাম Logo ইসরায়েলের ৩ সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা Logo ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভোক্তা অধিকার আইনকে দ্রুতই আরও শক্তিশালী করা হবে। শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “ভোক্তা অধিকার আইন সংশোধনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কমার্স মিনিস্ট্রির সম্মানিত উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা শিগগিরই আইনকে আরও কঠোর করব, যা ভোক্তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন, “প্রতিবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে সমস্যাগুলো দেখা দেয়, তা কঠোরভাবে এই আইন প্রয়োগের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে আমরা আশা করি।”তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের কৃষিক্ষেত্র অনেক বড়, যা দেশের জিডিপির প্রায় ১৫ শতাংশ।

তরুণরা যদি এই সেক্টরে কাজ করতে আগ্রহী হন, তাহলে তারা নিজের উন্নতির পাশাপাশি দেশের কল্যাণেও অবদান রাখতে পারবেন। সরকার তাদের পূর্ণ সহায়তা করবে এবং কোনো বাধা আসলে তা মোকাবিলা করা হবে।”সম্মেলনে সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় সিসিএসের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কোনো ফান্ডের উপর নির্ভর না করে নিজেদের পকেটের টাকা খরচ করে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন।”তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণের জনবল খুবই সীমিত। এমন অনেক জেলা আছে যেখানে মাত্র একজন বা দুজন কর্মীর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা যথেষ্ট নয়।

তাই এই সংকট থেকে মুক্তি পেতে জনবল বৃদ্ধি করা প্রয়োজন।”পলাশ মাহমুদ আরও বলেন, “আমরা চাই, ভোক্তা অধিকারকে আরও শক্তিশালী করা হোক এবং মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হোক। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েই জনবল বৃদ্ধি করা হোক।”সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের সম্মেলনে ১০ জন সাংবাদিককে ‘ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হবে। এছাড়াও দেশের বিভিন্ন জেলার প্রায় ৫০টি জেলা ও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ভোক্তা সংগঠকরা এতে অংশ নেন।

 

ট্যাগস

গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভোক্তা অধিকার আইনকে দ্রুতই আরও শক্তিশালী করা হবে। শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “ভোক্তা অধিকার আইন সংশোধনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কমার্স মিনিস্ট্রির সম্মানিত উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা শিগগিরই আইনকে আরও কঠোর করব, যা ভোক্তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন, “প্রতিবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে সমস্যাগুলো দেখা দেয়, তা কঠোরভাবে এই আইন প্রয়োগের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে আমরা আশা করি।”তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের কৃষিক্ষেত্র অনেক বড়, যা দেশের জিডিপির প্রায় ১৫ শতাংশ।

তরুণরা যদি এই সেক্টরে কাজ করতে আগ্রহী হন, তাহলে তারা নিজের উন্নতির পাশাপাশি দেশের কল্যাণেও অবদান রাখতে পারবেন। সরকার তাদের পূর্ণ সহায়তা করবে এবং কোনো বাধা আসলে তা মোকাবিলা করা হবে।”সম্মেলনে সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় সিসিএসের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কোনো ফান্ডের উপর নির্ভর না করে নিজেদের পকেটের টাকা খরচ করে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন।”তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণের জনবল খুবই সীমিত। এমন অনেক জেলা আছে যেখানে মাত্র একজন বা দুজন কর্মীর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা যথেষ্ট নয়।

তাই এই সংকট থেকে মুক্তি পেতে জনবল বৃদ্ধি করা প্রয়োজন।”পলাশ মাহমুদ আরও বলেন, “আমরা চাই, ভোক্তা অধিকারকে আরও শক্তিশালী করা হোক এবং মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হোক। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েই জনবল বৃদ্ধি করা হোক।”সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের সম্মেলনে ১০ জন সাংবাদিককে ‘ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হবে। এছাড়াও দেশের বিভিন্ন জেলার প্রায় ৫০টি জেলা ও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ভোক্তা সংগঠকরা এতে অংশ নেন।