ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আফরান নিশোর নতুন সিনেমা আসছে ‘দাগী’

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৫৯৪ Time View

বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে দর্শকনন্দিত অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। অনবদ্য অভিনয় দিয়ে সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। গত বছরের জুনে রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে।

এরপর আর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি তাকে। সিনেমার জন্য কমিয়ে দেন নাটকের কাজ। দীর্ঘ বিরতি পেরিয়ে আফরান নিশো আবারও ফিরছেন বড় পর্দায়। এই অভিনেতার দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে গুঞ্জন ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো। জানা গেছে, গত সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে।

নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমে জানায়নি। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি। শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। ইতোমধ্যে শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

ট্যাগস

আফরান নিশোর নতুন সিনেমা আসছে ‘দাগী’

আপডেট সময় ০৫:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে দর্শকনন্দিত অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। অনবদ্য অভিনয় দিয়ে সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। গত বছরের জুনে রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে।

এরপর আর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি তাকে। সিনেমার জন্য কমিয়ে দেন নাটকের কাজ। দীর্ঘ বিরতি পেরিয়ে আফরান নিশো আবারও ফিরছেন বড় পর্দায়। এই অভিনেতার দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে গুঞ্জন ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো। জানা গেছে, গত সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে।

নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমে জানায়নি। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি। শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। ইতোমধ্যে শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।