ঝাকড়া চুলের বাবরি দোলানো গানের পুরুষ মাহফুজ আনাম জেমস। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্ত তার। আজ ২ অক্টোবর নগরবাউল খ্যাত জনপ্রিয় এই গায়কের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্মগ্রহণ করেন তিনি।
৫৯ বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা রাখলেন গায়ক। রহসয়ময় এ তারকাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ এই দিনটি কীভাবে কাটান জেমস— জানার শখ অনেকের। তা মেটালেন গায়কের গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।তিনি বলেন, ‘উনি (জেমস) বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সময় দেন। এদিন সবাই উইশ করেন তাকে। অনুরাগী, সহকর্মীরা। তবে তিনি ফ্যামিলি টাইম কাটান। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সময় ভাগ করে নেন।’
এদিকে প্রথম প্রহর থেকেই সংগীতাঙ্গনের তারকারা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন এ মহাতারকাকে। অ্যাশেজ ব্যান্ডের গান জুনায়েদ ইভান লিখেছেন, ‘ভালোবাসা নেবেন জেমস ভাই। জন্মদিনের শুভেচ্ছা।’একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল লিখেছেন, ‘এই গানের শহরে একজনই নগরবাউল। একজনই রিয়েল রকস্টার। তিনি জেমস। শুভ জন্মদিন জেমস ভাই।’সা রে গা মা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল একাধিক গান কণ্ঠে তুলেছেন জেমসের। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ফারুক মাহফুজ আনাম জেমস ভাই।’ জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল লিখেছেন, ‘শুভ জন্মদিন গুরু জেমস।’
জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, ‘জেমস ভাই একজনই! শুভ জন্মদিন, শ্রদ্ধা, ভালোবাসা।’ ব্যান্ড তারকা তানজির তুহিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে জেমসের সঙ্গে ফ্রেমবন্দি একটি ছবি ঝুলিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আপনাকে জেমস ভাই।’জেমসের সবশেষ প্রকাশিত গান ‘সবই ভুল’। গানটির কথা যৌথভাবে জেমস ও বিশু শিকদারের লেখা। সুর করেছেন গায়ক নিজেই। গত বছর প্রকাশ পায় গানটি।