ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ‘শেখ হাসিনার পরিবারই ৮৮ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে’ – আবুল খায়ের ভূঁইয়া Logo ভারতকে উড়িয়ে ১৮৪ রানের বড় জয় অস্ট্রেলিয়ার Logo হোটেল কক্ষ থেকে দক্ষিণি অভিনেতার মরদেহ উদ্ধার Logo ছোট পোশাকে নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ Logo পাকিস্তানের কাছে ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ: মানি কন্ট্রোল Logo সৌদি আরব থেকে সার আমদানি করবে বাংলাদেশ Logo সচিবালয় নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিসি তানভীরকে Logo মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী Logo টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ জন অপহরণ Logo বর্ষবরণের রাতে আতশবাজি,পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট

এক যুগ পর যুক্তরাষ্ট্রে একই মঞ্চে আঁখি-মুন্নী

যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী। চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস।

এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার।

বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ সংগীতশিল্পী আঁখি আলমগীর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি।অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।
ট্যাগস

সর্বাধিক পঠিত

‘শেখ হাসিনার পরিবারই ৮৮ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে’ – আবুল খায়ের ভূঁইয়া

এক যুগ পর যুক্তরাষ্ট্রে একই মঞ্চে আঁখি-মুন্নী

আপডেট সময় ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী। চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস।

এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার।

বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ সংগীতশিল্পী আঁখি আলমগীর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি।অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।