পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে।
রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের রোববার ১০ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের প্রথম জয়। প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেটে জেতে দলটি।গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুম শুরু করে বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড (১টি) ও শ্রীলঙ্কার (২টি) বিপক্ষে হেরে নেমে যায় নয় নম্বরে।সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৫ ম্যাচের মধ্যে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ২৪। সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পাঁচে শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের পরে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তালিকার সাতে আছে দক্ষিণ আফ্রিকা। আট ও নয়ে আছে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।