মিডফিল্ডার লুকা মদ্রিচের অসাধারণ আধিপত্যই ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জিরোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির দল।
তবে ম্যাচ জিতেও স্বস্তিতে ছিল না রিয়াল। কারণ, খেলার ৩৫তম মিনিটে এসিএল ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা।
গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামে রিয়াল। মাঠে নেমে দাপুটে খেলে ৬০ শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা। সঙ্গে একে একে চারবার সফরকারীদের জালে বল জড়ায় রিয়াল। দলের হয়ে গোল করেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ ও লুকা মদ্রিচ। লুকা একটি গোল করার পাশাপাশি বেলিংহ্যামের গোলে দারুণ অ্যাসিস্ট করেছিলেন। অপরদিকে বিরতি থেকে ফিরে এসে ৫৪তম মিনিটে ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন হোস লুইস মোরালস।
গতকাল রিয়ালের তৃতীয় খেলোয়াড় হিসেবে এসিএল ইনজুরিতে পড়েছেন আলাবা। এর আগে একই ধরনের চোট নিয়ে সাইডলাইনে চলে গেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইদার মিলিটাও ও গোলরক্ষক থিবো কোর্তোয়া।
এর আগে এত কম সময়ে এসিএলে ইনজুরি হয়ে তিন খেলোয়াড়কে হারাননি আনচেলত্তি। যে কারণে হতাশায় পড়েছেন রিয়াল বস। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমি তার সঙ্গে (আলাবা) কথা বলিনি। মেডিকেল রিপোর্ট বলছে, তার এসিএল টিয়ার আছে। এটা লজ্জার, আমরা খুবই দুঃখিত। কারণ আরেকজন খেলোয়াড় দল থেকে ছিটকে গেছে। মাত্র কয়েক মাসে তিনটি এসিএল ইনজুরি এর আগে কখনো দেখিনি।’
চলতি মৌসুমে ১৭ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তার থেকে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। রিয়াল থেকে ৭ পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে রয়েছে বার্সেলোনা।