নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের বোলিং পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল, এগিয়েছেন ৯ ধাপ।
জয়ের আশা জাগিয়েও কিউইদের কাছে ৪ উইকেটে হারা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন শরিফুল। গতকাল আইসিসি’র প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৫৮তম স্থানে আছেন ২২ বছর বয়সী বাঁহাতি এই পেসার। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া নাঈম এগিয়েছেন ৫ ধাপ। ২৩ বছর বয়সী এই অফ স্পিনার র্যাঙ্কিংয়ে আছেন ৪৪তম স্থানে। দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ।
মিরপুরে দুই ইনিংসেই তিনি নেন ৩টি করে উইকেট। আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে তিনি নেন ৫ উইকেট। একশর বাইরে থেকে ৫৫তম স্থানে উঠে এসেছেন তিনি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথম ইনিংসে খেলেন ৮৭ রানের ঝড়ো ইনিংস। পরে রান তাড়ায় সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে দলকে জেতানোর পথে ৪০ রানের মূল্যবান ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনিই। এছাড়া ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন ফিলিপস।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে একই দেশের রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস এক ধাপ এগিয়ে আট নম্বরে আছেন।
শীর্ষ দশে পরিবর্তন এই একটিই। কিছুদিন আগে এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা লেগ স্পিনার ভারতের রবি বিষ্ণই আছেন এক নম্বরে। তার সমান ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান।