বিশ্বকাপের সেমিফাইনালে এমন বিস্ময়কর উইকেট শিকার খুব কমই দেখা যায় । গত কাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সাত উইকেট শিকার করে এক অস্বভাবিক কৃত্তি গড়লেন ভারতীয় বলার মোহাম্মাদ শামি। স্বপ্নের মত একটি ম্যাচ কাটালেন তিনি।
কিউইদের বিপক্ষে একাই ৫৭ রান দিয়ে নেন ৭ উইকেট। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি করলেও তার ম্লান হয়ে যায় শামির পারফরম্যান্সে। তাই ম্যাচ সেরার পুরস্কারও ওঠে শামির হাতে।
পুরস্কার নিয়ে শামি বলেন, আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম যে কখন আমার সময় আসবে। আমি সাদা বলের ক্রিকেট তেমন খেলতে পারিনি। আমার মাথায় ছিল যে, এখানে ইয়োর্কার ও স্লোয়ার বল কিছুটা কাজে আসতে পারে। আমি নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছিলাম।
ম্যাচের এক পর্যায়ে কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করেন শামি। এটা নিয়ে মাঠেই মন খারাপ ছিল শামির। তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগছিল এটা মিস করে। বোলিংয়ে আমি স্লোয়ার দেয়ার চেষ্টা করেছিলাম। উইকেট বেশ ভালো ছিল। শিশির পড়ায় কিছুটা সুবিধাও হয়েছিল। এটা এমন একটা দিন যে এমন দিন আর কবে আসবে আমার জানা নেই।’