ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শচীনের জীবনে সেরা ইনিংস দেখালেন ম্যাক্সওয়েলের

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৬৫১ Time View

ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। এরপর এই ফরম্যাটে কালকের আগে আরো ৯টি ডাবল সেঞ্চুরি দেখেছে বিশ্ব ক্রিকেট।

সর্বোচ্চ ২৬৪ রান রোহিত শর্মার। কাল আফগানিস্তানের বিপক্ষে এগার নম্বর ডাবল সেঞ্চুরিটি করলেন গ্লেন ম্যাক্সওয়েল।

১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন অজি ব্যাটার। ম্যাক্সওয়েলের এই ইনিংসটি নিজের জীবনে দেখা সেরা ইনিংস বলে জানিয়েছেন শচীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখেছেন, ‘ইব্রাহিম জাদরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ খেলেছে। তার ব্যাটের জোরে আফগানিস্তান একটা বড় রান করতে পেরেছে।

ম্যাচে ৭ ওভার আফগানরা ভাল খেললেও, শেষের ২৫ ওভার ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি। ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা এক দিনের ম্যাচের ইনিংস।’
হবেই না কেন! ম্যাক্সওয়েল যা করছেন তা অবিশ্বাস্য বললেও কম বলা হবে।

২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল এলেন, দেখলেন, জয় করলেন। অষ্টম উইকেটে ২০২ রানের অবিচ্ছেদ্য জুটিতে প্যাট কামিন্সের অবদান মাত্র ১২।
অথচ সেঞ্চুরির পর ব্যাটই ধরতে পারছিলেন না ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের গরমে পেশির টান সইতে না পেরে মাটিতে লুটিয়েও পড়েছিলেন। এরপর এক পায়ে ভর দিয়েন খেলেন বাকি সময়। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি।

শচীনের জীবনে সেরা ইনিংস দেখালেন ম্যাক্সওয়েলের

আপডেট সময় ০২:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। এরপর এই ফরম্যাটে কালকের আগে আরো ৯টি ডাবল সেঞ্চুরি দেখেছে বিশ্ব ক্রিকেট।

সর্বোচ্চ ২৬৪ রান রোহিত শর্মার। কাল আফগানিস্তানের বিপক্ষে এগার নম্বর ডাবল সেঞ্চুরিটি করলেন গ্লেন ম্যাক্সওয়েল।

১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন অজি ব্যাটার। ম্যাক্সওয়েলের এই ইনিংসটি নিজের জীবনে দেখা সেরা ইনিংস বলে জানিয়েছেন শচীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখেছেন, ‘ইব্রাহিম জাদরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ খেলেছে। তার ব্যাটের জোরে আফগানিস্তান একটা বড় রান করতে পেরেছে।

ম্যাচে ৭ ওভার আফগানরা ভাল খেললেও, শেষের ২৫ ওভার ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি। ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা এক দিনের ম্যাচের ইনিংস।’
হবেই না কেন! ম্যাক্সওয়েল যা করছেন তা অবিশ্বাস্য বললেও কম বলা হবে।

২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল এলেন, দেখলেন, জয় করলেন। অষ্টম উইকেটে ২০২ রানের অবিচ্ছেদ্য জুটিতে প্যাট কামিন্সের অবদান মাত্র ১২।
অথচ সেঞ্চুরির পর ব্যাটই ধরতে পারছিলেন না ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের গরমে পেশির টান সইতে না পেরে মাটিতে লুটিয়েও পড়েছিলেন। এরপর এক পায়ে ভর দিয়েন খেলেন বাকি সময়। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি।