ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শক্রতা মুলক বিষপ্রয়োগে

নওগাঁয় ৬ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দূর্বৃত্তরা

নওগাঁর বদলগাছীতে ক্ষতিকর আগাছা নাশক বিষ প্রয়োগ করে ৬ বিঘা জমির আধাপাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা । এ ঘটনায় ধানের ক্ষতিপুরণ দাবী করে ৪ জন কে আসামী করে থানায় মামলা করেছে ক্ষতিগ্রস্থ কৃষক ।

মাঠের পাকা ধান ঘরে তুলতে আরো প্রায় ২০ থেকে ২৫ দিন দেরী হবে । কিন্ত বদলগাছীর কোমার পুর মাঠের ৬ বিঘা জমির ধান দেখলে মনে হবে  পেকে গেছে । গত ৩১ অক্টোবর রাতে দুর্বত্তরা ক্ষতিকর আগাছা নাশক প্রয়োগ করে । এতে স্থানীয় কৃষক তোফাজ্জলের ৬ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে । ক্ষতিকর আগাছা প্রয়োগের ফলে বের হওয়া ধান চিটা হয়ে যাচ্ছে । কৃষক তোফাজ্জল এ ঘটনায় বদলগাছী থানায়  আমানুল্লাহ সহ ৪ জন কে আসামী করে একটি মামলা করেছেন ।

মামলায় দাবী করা হয় তোফাজ্জলের সাথে প্রতিবেশী আমানুল্লাহ জমি নিয়ে বিরোধ চলছে । এর জের ধরেই প্রতিপক্ষরা ধান নষ্ট করতে রাতের আধারে ধানে বিষ প্রয়োগ করে । এর আগেও তোফাজ্জল পাট লাগিয়েছিল সে পাটও নষ্ট করে আমানুল্লাহর লোকজন । ফসল নষ্টের বিষয় নিয়ে বিগত দিনেও থানায় মামলা করে তোফাজ্জল । সে মামলা পিবিআইকে তদন্ত দায়িত্ব দেয় । পিবিআই তদন্তে দোষী সাব্যস্ত করে আমানুল্লাহ কে ৫০ হাজার টাকা ক্ষতি পুরণ দেওয়ার সুপারিশ করে ।

সম্প্রতিক ঘটনায় বদলগাছী থানায় ধান ক্ষতির একটি মামলা করেছেন তোফাজ্জল । এ ব্যাপারে প্রতিপক্ষ আমানুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি ধানে বিষ প্রয়োগের এ অভিযোগ অস্বীকার করেছেন । স্থানীয়দের মধ্যে একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে জানায় । আমানুল্লাহ এক ধরনের মামলাবাজ মানুষ । গ্রামের একাধিক ব্যাক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে । বদলগাছী থানার ভার প্রাপ্ত ওসি আতিয়ার রহমান জানান, তোফাজ্জলের অভিযোগ তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

শক্রতা মুলক বিষপ্রয়োগে

নওগাঁয় ৬ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দূর্বৃত্তরা

আপডেট সময় ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

নওগাঁর বদলগাছীতে ক্ষতিকর আগাছা নাশক বিষ প্রয়োগ করে ৬ বিঘা জমির আধাপাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা । এ ঘটনায় ধানের ক্ষতিপুরণ দাবী করে ৪ জন কে আসামী করে থানায় মামলা করেছে ক্ষতিগ্রস্থ কৃষক ।

মাঠের পাকা ধান ঘরে তুলতে আরো প্রায় ২০ থেকে ২৫ দিন দেরী হবে । কিন্ত বদলগাছীর কোমার পুর মাঠের ৬ বিঘা জমির ধান দেখলে মনে হবে  পেকে গেছে । গত ৩১ অক্টোবর রাতে দুর্বত্তরা ক্ষতিকর আগাছা নাশক প্রয়োগ করে । এতে স্থানীয় কৃষক তোফাজ্জলের ৬ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে । ক্ষতিকর আগাছা প্রয়োগের ফলে বের হওয়া ধান চিটা হয়ে যাচ্ছে । কৃষক তোফাজ্জল এ ঘটনায় বদলগাছী থানায়  আমানুল্লাহ সহ ৪ জন কে আসামী করে একটি মামলা করেছেন ।

মামলায় দাবী করা হয় তোফাজ্জলের সাথে প্রতিবেশী আমানুল্লাহ জমি নিয়ে বিরোধ চলছে । এর জের ধরেই প্রতিপক্ষরা ধান নষ্ট করতে রাতের আধারে ধানে বিষ প্রয়োগ করে । এর আগেও তোফাজ্জল পাট লাগিয়েছিল সে পাটও নষ্ট করে আমানুল্লাহর লোকজন । ফসল নষ্টের বিষয় নিয়ে বিগত দিনেও থানায় মামলা করে তোফাজ্জল । সে মামলা পিবিআইকে তদন্ত দায়িত্ব দেয় । পিবিআই তদন্তে দোষী সাব্যস্ত করে আমানুল্লাহ কে ৫০ হাজার টাকা ক্ষতি পুরণ দেওয়ার সুপারিশ করে ।

সম্প্রতিক ঘটনায় বদলগাছী থানায় ধান ক্ষতির একটি মামলা করেছেন তোফাজ্জল । এ ব্যাপারে প্রতিপক্ষ আমানুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি ধানে বিষ প্রয়োগের এ অভিযোগ অস্বীকার করেছেন । স্থানীয়দের মধ্যে একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে জানায় । আমানুল্লাহ এক ধরনের মামলাবাজ মানুষ । গ্রামের একাধিক ব্যাক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে । বদলগাছী থানার ভার প্রাপ্ত ওসি আতিয়ার রহমান জানান, তোফাজ্জলের অভিযোগ তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ।

 


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471