লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর ক্লাবের চেহারাই পরির্বতন করে দিয়েছিলেন । একের পর এক গোল আর একের পর এক জয়, মেসির কাঁধে ভর করে ইন্টার মিয়ামির পা যেন মাটিতে’ই পড়ছিল না।
কিন্তু যে’ই না মেসি ইনজুরিতে পড়লো, অমনি ক্লাবের যেন আসল চেহারা বেরিয়ে পড়লো। হার কিংবা ড্র হচ্ছে নিয়মিত সঙ্গী। শেষ তিন ম্যাচই জয়হীন যুক্তরাষ্ট্রের ক্লাবটি। সর্বশেষ নিজেদের মাঠে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিয়ামি।এই ড্র’য়ের ফলে এমএলএস লিগে প্লে-অফের স্বপ্নে বড় ধাক্কা খেলো তারা। কারণ, এমএলএস লিগের ফাইনাল সিরিজে প্লে-অফ খেলার স্বপ্ন শেষ হতে চলেছে তাদের। ৩০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে মিয়ামি। প্লে-অফ খেলতে হলে থাকতে হবে তালিকার নবম স্থানে।
ঘরের মাঠে নিউইয়র্ক সিটির সঙ্গে বলের দখল, আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ৭৭ মিনিটে প্রথম এগিয়ে যায় সফরকারীরা। এ সময় গোল করেন সান্তিয়াগো রদ্রিগেজ। পিছিয়ে পড়া মিয়ামি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। সবশেষে ইনজুরি সময়ে এসে স্বস্তির গোল এনে দেন টমাস আভেলেস।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়েই চোটে পড়েন লিওনেল মেসি। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই আর্জেন্টাইন। মেসির অনুপস্থিতিতে ইউএস ওপেন কাপও জিততে পারেনি মিয়ামির ক্লাবটি।যদিও মেসির চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মিয়ামি। তাকে নিয়ে ঝুঁকিও নিতে চায় না ক্লাব কর্তৃপক্ষ। কোচ জেরার্ডো মার্টিনো শুধু বলছেন, দিনে দিনে উন্নতি হচ্ছে মেসির।