ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষার শুরুতে নওগাঁ পৌর সভায় জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

বর্ষার শুরুতেই নাজুক রাস্তা ঘাটের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নওগাঁ শহরবাসী । পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই  শহরের বিভিন্ন সড়কে তৈরি হয় হাঁটুজল । আর খানাখন্দে ভরা এসব সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা শিকার হচ্ছেন পথচারীরা। পৌর মেয়রের গতানুতিক আশ্বাস বরাদ্দ এলে কাজ করা হবে।  

হাঁটু পানি আর কাদায় লেপ্টে থাকা দুর্ভোগের চিত্র নওগাঁর ডিগ্রী কলেজ থেকে থানা মোড় সড়কের । গুরুত্বপুর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও অসংখ্য রোগীকে যেতে হয় হাসপাতালে ।

।দীর্ঘদিনসংস্কারবিহীন এসব সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত । তাই সামান্য বৃষ্টিতেই তলিয়ে  থাকে সড়কগুলো । আবার এসব সড়কের পানি নেমে যাওয়ার ড্রেনগুলো ভরাট দীর্ঘদিন ধরে ।  

(৩৮ দশমিক তিন ছয় কিলোমিটার পরিধির এ শহরে বেশিরভাগ সড়কের নাজুক অবস্থা। সামান্য বৃষ্টিতে হাটু কাদা আর পয়নিস্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মওসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে | থানা মোড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, আমরা মেয়র সহ স্থানীয় কাউন্সিলর কে ডেকে এনে এ দুর্ভোগের চিত্র দেখানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি । শহরের পোষ্ট অফিস পাড়ার এক নারী বলেন, বাসায় থাকা যায় না । ড্র্রেনে কোন স্লাব নাই । ফলে ময়লা পানি বাসায় ঢোকে পড়ে ।

জনদুর্ভোগ লাঘবে প্রত্যাশিত উন্নয়ন করতে না পারায় মানুষের তোপের মুখে পড়তে হচ্ছে বলে জানান কাউন্সিলররা। ৭ নং কাইন্সলর সারোয়ার তামজিদ সম্রাট বলেন, আমরা মেয়র মহোদয় কে বলছি এসব সমস্যার কথা । কিন্ত কাজ হচ্ছে ।আর শহর উন্নয়নের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় বলছেন পৌর মেয়র। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, আগষ্টে একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় । এটা পেলে সমস্যা অনেকটা কেটে যাবে ।

৯টি ওয়ার্ড ও ৫৬টি মহল্লার নওগাঁ পৌরসভার বাসিন্দা ৩ লাখ। ২০০০ সালে নওগাঁকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়।

 

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বর্ষার শুরুতে নওগাঁ পৌর সভায় জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

আপডেট সময় ০৮:৪৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

বর্ষার শুরুতেই নাজুক রাস্তা ঘাটের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নওগাঁ শহরবাসী । পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই  শহরের বিভিন্ন সড়কে তৈরি হয় হাঁটুজল । আর খানাখন্দে ভরা এসব সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা শিকার হচ্ছেন পথচারীরা। পৌর মেয়রের গতানুতিক আশ্বাস বরাদ্দ এলে কাজ করা হবে।  

হাঁটু পানি আর কাদায় লেপ্টে থাকা দুর্ভোগের চিত্র নওগাঁর ডিগ্রী কলেজ থেকে থানা মোড় সড়কের । গুরুত্বপুর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও অসংখ্য রোগীকে যেতে হয় হাসপাতালে ।

।দীর্ঘদিনসংস্কারবিহীন এসব সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত । তাই সামান্য বৃষ্টিতেই তলিয়ে  থাকে সড়কগুলো । আবার এসব সড়কের পানি নেমে যাওয়ার ড্রেনগুলো ভরাট দীর্ঘদিন ধরে ।  

(৩৮ দশমিক তিন ছয় কিলোমিটার পরিধির এ শহরে বেশিরভাগ সড়কের নাজুক অবস্থা। সামান্য বৃষ্টিতে হাটু কাদা আর পয়নিস্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মওসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে | থানা মোড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, আমরা মেয়র সহ স্থানীয় কাউন্সিলর কে ডেকে এনে এ দুর্ভোগের চিত্র দেখানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি । শহরের পোষ্ট অফিস পাড়ার এক নারী বলেন, বাসায় থাকা যায় না । ড্র্রেনে কোন স্লাব নাই । ফলে ময়লা পানি বাসায় ঢোকে পড়ে ।

জনদুর্ভোগ লাঘবে প্রত্যাশিত উন্নয়ন করতে না পারায় মানুষের তোপের মুখে পড়তে হচ্ছে বলে জানান কাউন্সিলররা। ৭ নং কাইন্সলর সারোয়ার তামজিদ সম্রাট বলেন, আমরা মেয়র মহোদয় কে বলছি এসব সমস্যার কথা । কিন্ত কাজ হচ্ছে ।আর শহর উন্নয়নের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় বলছেন পৌর মেয়র। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, আগষ্টে একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় । এটা পেলে সমস্যা অনেকটা কেটে যাবে ।

৯টি ওয়ার্ড ও ৫৬টি মহল্লার নওগাঁ পৌরসভার বাসিন্দা ৩ লাখ। ২০০০ সালে নওগাঁকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়।