বিনোদন ডেক্সঃ ঈদের সিনেমা হিসেবে গেল ৩ মে ২৮টি হলে মুক্তি পায় শাকিব খান ও পূজা চেরী জুটি অভিনীত ‘গলুই’ সিনেমা। এটি ব্যবসায়িক সাফল্যের পথে হাঁটছে।
ঈদের সিনেমা হিসেবে এগিয়ে রয়েছে সরকারি অনুদানে এস এ হক অলিক পরিচালিত সিনেমাটি।
জামালপুরের মানুষদের কাছে রীতিমতো উৎসবের অনুষঙ্গ হয়ে ধরা দিয়েছে ‘গলুই’। পাশাপাশি ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও ছিলো দর্শকের উপচে পড়া ভিড়।
সেই সাফল্য নিয়ে ২য় সপ্তাহে ছবিটি চলবে ৩২টি হলে। যার মধ্যে ২৪টি হল এটি চালাবে টানা ২য় সপ্তাহ। আর নতুন করে যোগ হচ্ছে এবার ৮টি হল।
যেসব হলে দেখা যাবে ‘গলুই’-
- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা (পান্থপথ, ঢাকা)
- স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১, ঢাকা)
- ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা)
- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা)
- সেনা অডিটোরিয়াম (নবীনগর, সাভার)
- তাজ – নওগাঁ
- রংধনু (নজিপুর, নওগাঁ)
- রূপকথা (পাবনা)
- মডার্ণ (দিনাজপুর)
- সোনিয়া (বগুড়া)
- ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর)
- স্বর্ণমহল (রূপসী, নারায়ণগঞ্জ)
- সাথী (আড়াইহাজার, নারায়ণগঞ্জ)
- সোহাগ (ঘোড়াশাল, নরসিংদী)
- চিত্রালী (খুলনা)
- আশা (মেলান্দহ, জামালপুর)
- শিল্পকলা অডিটোরিয়াম (জামালপুর)
- ফরিদুল হক অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর)
- নুরুন্নাহার অডিটোরিয়াম (মাদারগঞ্জ, জামালপুর)
- রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ)
- আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ)
- কথাচিত্র (কটিয়াদি, কিশোরগঞ্জ)
- মল্লিকা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ)
- নাজমা (জয়পুরহাট)
- আলোছায়া (শরীয়তপুর)
নতুন করে যুক্ত হয়েছে-
- দর্শন – ভৈরব
- ভাই ভাই – দেওয়ানগঞ্জ
- সিনেমা পেলেস – চট্টগ্রাম
- সুগন্ধা – চট্টগ্রাম
- পূর্ণিমা – কোম্পানিগঞ্জ
- রুটস ক্লাব – সিরাজগঞ্জ
- নন্দিতা – সিলেট