ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চায় না মহেশ !

বিনোদন ডেক্সঃ  দক্ষিণ ভারতীয় তেলেগু তারকা মহেশ বাবু বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। তাঁর মতে, ভারতীয় সিনেমা হিসেবে চেনানো হতো যে ছবিগুলোকে (হিন্দি সিনেমা), তেলেগু ব্লকবাস্টার সিনেমা সেই ধারণাকে অস্পষ্ট করে দিয়েছে।

এতে তিনি খুব খুশি। শুধু তা-ই নয়, হিন্দি ছবির ইন্ডাস্ট্রি বলিউড তাঁকে পোষাতে পারবে না বলেও মন্তব্য করেছেন এই তেলেগু তারকা।

মহেশ বাবুর প্রযোজনা প্রতিষ্ঠান জিএমবি থেকে ‘মেজর’ নামে একটি ছবি আসছে। গতকাল সোমবার সেই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মহেশ বাবু। তিনি বলেন, ‘আমি সব সময়ই তেলেগু ছবি করতে চেয়েছি এবং চেয়েছি, ভারতজুড়ে সেগুলো দর্শক দেখুক। যখন এটি ঘটল, আমি খুবই খুশি হয়েছি। আমি সব সময়ই বলেছি, আমার শক্তি হলো তেলেগু ছবি এবং আমি তেলেগু ছবির আবেগকেই ধরতে পারি।’

মহেশ বাবু আরও বলেন, আজ সেই আবেগ আরও শক্তিশালী। তেলেগু ছবি হচ্ছে আরও বড় ক্যানভাসে। আঞ্চলিক সিনেমার ‘তকমা’ অস্পষ্ট করে দিয়েছে এবং এটি পুরো ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। হিন্দি ছবির বেশ কিছু প্রস্তাব এসেছে মহেশ বাবুর কাছে। এমনটাই খবর।

এ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমাকে উদ্ধত মনে হতে পারে, আমি হিন্দিতে অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি, তারা আমাকে পোষাতে পারবে না। আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমি তেলেগু সিনেমাতে যে স্টারডম ও ভালোবাসা পেয়েছি, আমি ভাবতে পারি না যে এটা অন্য কোনো ইন্ডাস্ট্রি আমাকে দিতে পারে। আমি সব সময়ই ভেবে এসেছি, আমি এখানে ছবি করব এবং তেলেগু ইন্ডাস্ট্রি আরও বেশি বড় হবে। অবশেষে আমার বিশ্বাস এখন বাস্তবে পরিণত হয়েছে।’

‘মেজর’ ছবিটি ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় শহীদ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণকে নিয়ে। তাঁর চরিত্রে দেখা যাবে অদিভি শেষকে। পরিচালনায় শশী কিরণ টিক্কা। ছবিটি প্রযোজনা করছে সনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া এবং মহেশ বাবুর জিএমবি এন্টারটেইনমেন্ট।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চায় না মহেশ !

আপডেট সময় ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

বিনোদন ডেক্সঃ  দক্ষিণ ভারতীয় তেলেগু তারকা মহেশ বাবু বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। তাঁর মতে, ভারতীয় সিনেমা হিসেবে চেনানো হতো যে ছবিগুলোকে (হিন্দি সিনেমা), তেলেগু ব্লকবাস্টার সিনেমা সেই ধারণাকে অস্পষ্ট করে দিয়েছে।

এতে তিনি খুব খুশি। শুধু তা-ই নয়, হিন্দি ছবির ইন্ডাস্ট্রি বলিউড তাঁকে পোষাতে পারবে না বলেও মন্তব্য করেছেন এই তেলেগু তারকা।

মহেশ বাবুর প্রযোজনা প্রতিষ্ঠান জিএমবি থেকে ‘মেজর’ নামে একটি ছবি আসছে। গতকাল সোমবার সেই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মহেশ বাবু। তিনি বলেন, ‘আমি সব সময়ই তেলেগু ছবি করতে চেয়েছি এবং চেয়েছি, ভারতজুড়ে সেগুলো দর্শক দেখুক। যখন এটি ঘটল, আমি খুবই খুশি হয়েছি। আমি সব সময়ই বলেছি, আমার শক্তি হলো তেলেগু ছবি এবং আমি তেলেগু ছবির আবেগকেই ধরতে পারি।’

মহেশ বাবু আরও বলেন, আজ সেই আবেগ আরও শক্তিশালী। তেলেগু ছবি হচ্ছে আরও বড় ক্যানভাসে। আঞ্চলিক সিনেমার ‘তকমা’ অস্পষ্ট করে দিয়েছে এবং এটি পুরো ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। হিন্দি ছবির বেশ কিছু প্রস্তাব এসেছে মহেশ বাবুর কাছে। এমনটাই খবর।

এ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমাকে উদ্ধত মনে হতে পারে, আমি হিন্দিতে অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি, তারা আমাকে পোষাতে পারবে না। আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমি তেলেগু সিনেমাতে যে স্টারডম ও ভালোবাসা পেয়েছি, আমি ভাবতে পারি না যে এটা অন্য কোনো ইন্ডাস্ট্রি আমাকে দিতে পারে। আমি সব সময়ই ভেবে এসেছি, আমি এখানে ছবি করব এবং তেলেগু ইন্ডাস্ট্রি আরও বেশি বড় হবে। অবশেষে আমার বিশ্বাস এখন বাস্তবে পরিণত হয়েছে।’

‘মেজর’ ছবিটি ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় শহীদ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণকে নিয়ে। তাঁর চরিত্রে দেখা যাবে অদিভি শেষকে। পরিচালনায় শশী কিরণ টিক্কা। ছবিটি প্রযোজনা করছে সনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া এবং মহেশ বাবুর জিএমবি এন্টারটেইনমেন্ট।