স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর মাতাজী হাটে রাতের আধারে একটি দোকানে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে । গভীর রাতে দুস্কৃতি কারী মালামাল সড়ানোর সিসিটিভির ভিডিও ফুটেজ জব্দ করেছে পুলিশ ।
সি.সি. ক্যামেরার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
দোকান মালিক আল আমীন অভিযোগ করে জানায়,দোকান নিয়ে বিরোধ চলছিল একই এলাকার হামিদুর রহমানের সাথে । এ নিয়ে আদালতে হামিদুর কে বিবাদি করে মামলা করে আল আমীন । এ অবস্থায় আল আমীন ট্রেডার্স নামে প্রতিষ্টানে গভীর রাতে লুটপাট চালায় একদল দুর্বৃত্ত ।
লুটপাটের সময় দোকানের সামনে সিমেন্টের রাখা খুটি ভেংগে তছনছ করে । দুর্বৃত্তরা দোকানের সিসি টিভি ভেংগে ফেলার চেষ্টা চালায় কিন্ত তাতে ব্যার্থ হয় । সিসিটিভি ফুটেজে দেখা যায় ৭/৮ জনের একদল মানুষ দোকাসেন সামনে রাখা সিমেন্টের খুটি তুলে নিয়ে যায় । আবার সেখানে রাখা সিমেনেটর রিং ভেংগে ফেলার চেষ্টা চালায় । আল আমীন অভিযোগ করে জানায় সিসি টিভির ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা বিগত দিনে যাদের বিরুদ্ধে আদালতে মামলা দেওয়া হয়েছে তারাই এ লুটপাট কাজে জড়িত ।
এ ব্যাপারে আল আমীন বাদি হয়ে মহাদেবপুর থানায় হামিদুর সহ ৪ জন কে আসামী করে একটি অভিযোগ দিয়েছে । মাতাজী হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল মতিন জানান, বিষয়টি অভিযোগ আকারে নেওয়া হয়েছে । তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
অভিযোগ কারী আল আমীন তার লিখিত অভিযোগে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মালামাল লুটপাটের দাবী করেছে ।