স্টাফ রিপোর্টার, নওগাঁঃ শীত বেড়েছে সে সাথে দরিদ্র মানুষের গরম কাপরের অভাবে দুর্ভোগও বেড়েছে । এ অবস্থায় শীতার্থ মানুষের পাশে এগিয়ে এসেছে বে সরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ।
বিগত দিনেও নানা সামাজিক কর্মকান্ড’র মাধ্যমে তৃনমুল মানুষের হৃদয়ে জায়গা পাওয়া বন্ধু মিতালী ফাউন্ডেশন নওগাঁর জগত সিংহ পুর এলাকায় কয়েক শো দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালো শনিবার ।
সংস্থার বিপনন কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট,সাংবাদিক এম আর রকি, সংস্থার চেয়ারম্যান মামুনুর রহমান, প্রতিষ্টাতা সভাপতি নজরুল ইসলাম, সংস্থার প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু, প্রমুখ ।
প্রধান অতিথি মির্জা ইমাম উদ্দিন বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সমাজের মেহনতি মানুষের কল্যানে সব সময় এগিয়ে আসায় সরকারের লক্ষ উদেশ্য গুলো গতিশীল হচ্ছে । শীতার্থ মানুষের কল্যানে বন্ধু মিতালী ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট বলেন, বন্ধু মিতালী ফাউনেডশন গন মানুষের জন্য যে ভাবে এগিয়ে এসেছে আগামীতে আরো বৃহৎ আকারে মানুষের কল্যানে কাজ করতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন ।
সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় দরিদ্র মানুষের পাশে থেকে সরকারের লক্ষ উদেশ্য বাস্তবায়নে কাজ করতে বদ্ধ পরিকর ।
অনুষ্টানে প্রায় আড়াইশো নারী পুরুষের মাঝে গরম কাপর প্রদান করা হয় । ন