নওগাঁ প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় সংঘর্ষে আহত রানা (৩৮) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিহাট বাজারে গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল থানায় অভিযোগ করলেও আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কোনো অভিযোগ করেননি।