স্টাফ রিপোর্টার, নওগাঁঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক “নাজমুল হক মন্টু” কে আইন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ এনে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের উকিলপাড়া মহল্লায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী এ ঘোষণা দেন।
বহিষ্কৃত নাজমুল হক মন্টু নওগাঁ পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ছিলেন।
ফজলে রাব্বী বলেন, গত ২৬ জুলাই শহরের কাঁচা বাজারের ক্রিসেন্ট মাকের্টের দোতালার এক অফিস ঘর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজমুল হক মন্টুকে আসামি করে সদর মডেল থানায় মামলা করে পুলিশ। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ২৮ জুলাই তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নাজমুল হক মন্টুকে ২৩/০৮/২০২১ তারিখে স্থায়ীভাবে সাধারণ সম্পাদক পদ হতে বহিষ্কারসহ তার আজীবন সদস্য পদ বাতিল করে কেন্দ্রকে অবগত করার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলেন তিনি। ইউনিটের সাধারণ সদস্য ও পৌর কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাটকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল হক মন্টু বলেন, যে ঘর থেকে মাদক উদ্ধার হয়েছে, সেই ঘর আমার নয়। ২০১৮ সালে হজ করে আসার পর থেকে আমি ওই অফিস ঘরে আর বসি না। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ফাঁসানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী, ভাইস চেয়ারম্যান মাহফিজুর রহমান (বাবু), ভারপ্রাপ্ত- সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট এবং সদস্য- প্রতাপ চন্দ্র সরকার, দেওয়ান আলী আকবর, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট সালাহউদ্দিন মিন্টু, মোছাঃ নার্গিস সহ অন্যান্য সদস্যরা।