স্টাফ রিপোর্টার, নওগাঁ: মেধার উৎকর্ষকতা বৃদ্ধি, মেধাবী তারুণ্য সমাজ প্রতিষ্টা, আর্থ – সামাজিক উন্নয়ন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনা সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়ন তরান্বিত করতে “মাদক ছাড়-বই ধর, দেশের উন্নয়নে কাজ করো” নওগাঁ থেকে যাত্রা শুরু করেছে “উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ” নামের সামাজিক সংগঠন ।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর (অব) মো: মোস্তাফিজুর রহমান (বাবু) এবং সাধারণ সম্পাদক/মুখপাত্র অধ্যক্ষ মো: আব্দুর রহমান ।
কমিটির অন্যনোরা হলেন, সিনিয়র সহ সভাপতি (উপ সচিব অব ) মো: কোরবান আলী, যুগ্ন সম্পাদক এ্যাড. একে এম ফজলে মাহমুদ (চাঁদ), সাংগঠনিক সম্পাদক মো: ওয়াজ করুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন আলী মৃধা, মহিলা বিষযক সম্পাদক নিবেদিতা মুন, প্রচার ও প্রকাশনা এম আর রকি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃনাছের আলী (সাবেক), প্রফেসর মোঃআব্দুল মজিদ, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
স্থানীয় কাজীর মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটির আত্ব প্রকাশ করা হয় ২৫ আগষ্ট রাতে । পর্যায় ক্রমে উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত জানায় নেতৃবৃন্ধরা ।