স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে ৪০-৫০ গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও ৪০-৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’