সাতক্ষীরা প্রতিনিধি: আগামী ৫ জুন শনিবার থেকে সাতক্ষীরা জেলাব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা শেষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ ঘোষণা দেন।
শনিবার ভোর ৬ টা থেকে শুরু হওয়া এ লকডাউনের সময় সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ খোলা থাকবে।তবে দূরপাল্লার পরিবহনসহ সকল প্রকার যানবাহন এবং দোকান পাঠ বন্ধ থাকবে।