ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মিরকাদিম মৎস্য আড়তে ইলিশসহ বেড়েছে মাছের সরবরাহ

মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়তে ইলিশসহ হরেক রকম মাছের সরবরাহ বেড়েছে।

 ভোর থেকেই জমজমাট বেঁচাকেনা। ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪শ’ টাকা পর্যন্ত। তবে অন্যান্য মাছেরও দাম কমেছে। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট বেচাকেনা।

ইলিশ, পাঙাশ, রুই- কাতলা, চিতল, বোয়াল, শিং-কৈসহ নদী, পকুর, খাল-বিল ও সামুদ্রিক হরেক রকমের মাছে ভরপুর মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়ত। ইলিশের দাম চড়া হলেও বেড়েছে সরবরাহ দামটা বেশি। এ আড়তে অন্যান্য মাছের দাম আগের মতোই আছে।

ধলেশ্বরীতে নাব্য সংকটের কারণে উপকুলীয় জেলা থেকে মাছ নিয়ে বড় লঞ্চঘাটে নোঙর করতে পারছে না। পাশাপাশি হাটের অবকাঠামোগত সুবিধাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন মিরকাদিম মৎস্য আড়তের সহসভাপতি মো. রাজা মিয়া।

অন্তত দেড় হাজার মানুষের রুটি রুজির কেন্দ্র মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের হাট। শতাব্দী প্রাচীন এ হাটের ৪০ আড়ত ঘিরে আড়াই ঘণ্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।

ট্যাগস

মিরকাদিম মৎস্য আড়তে ইলিশসহ বেড়েছে মাছের সরবরাহ

আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়তে ইলিশসহ হরেক রকম মাছের সরবরাহ বেড়েছে।

 ভোর থেকেই জমজমাট বেঁচাকেনা। ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪শ’ টাকা পর্যন্ত। তবে অন্যান্য মাছেরও দাম কমেছে। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট বেচাকেনা।

ইলিশ, পাঙাশ, রুই- কাতলা, চিতল, বোয়াল, শিং-কৈসহ নদী, পকুর, খাল-বিল ও সামুদ্রিক হরেক রকমের মাছে ভরপুর মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়ত। ইলিশের দাম চড়া হলেও বেড়েছে সরবরাহ দামটা বেশি। এ আড়তে অন্যান্য মাছের দাম আগের মতোই আছে।

ধলেশ্বরীতে নাব্য সংকটের কারণে উপকুলীয় জেলা থেকে মাছ নিয়ে বড় লঞ্চঘাটে নোঙর করতে পারছে না। পাশাপাশি হাটের অবকাঠামোগত সুবিধাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন মিরকাদিম মৎস্য আড়তের সহসভাপতি মো. রাজা মিয়া।

অন্তত দেড় হাজার মানুষের রুটি রুজির কেন্দ্র মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের হাট। শতাব্দী প্রাচীন এ হাটের ৪০ আড়ত ঘিরে আড়াই ঘণ্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।