নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর ও পেটে লাথি মেরে হত্যার অভিযোগে গ্রেফতার মো. রাসেলকে (২৫) কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মো. রাসেল চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের জয়নাল আবেদীন ছেলে।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলায় মো. রাসেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চলছে বলেও তিনি জানান।’
এরআগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার চরক্লাক ইউনিয়নের চর উরিয়া গ্রামে যৌতুকের জন্য গৃহবধূ রুনা বেগমকে (২১) মারধর ও পেটে লাথি দেয় স্বামী ও তার স্বজনরা।
ওই দিন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সোমবার (১ মার্চ) সকালে তার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা স্বামী রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।