ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সায়েদ ভূইয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার পশ্চিম ছিলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ ভূইয়া একই এলাকার সোবাহান ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। জানা যায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সঙ্গে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৩ জন। এরমধ্যে সায়েমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে বেশ কয়েকটি ঘরবাড়ি-ভাঙচুর করা হয়েছে।

মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) নাসিরউদ্দিন জানান, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সায়েদ ভূইয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার পশ্চিম ছিলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ ভূইয়া একই এলাকার সোবাহান ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। জানা যায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সঙ্গে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৩ জন। এরমধ্যে সায়েমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে বেশ কয়েকটি ঘরবাড়ি-ভাঙচুর করা হয়েছে।

মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) নাসিরউদ্দিন জানান, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।