ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

খুলনা প্রতিনিধি: খুলনায় বাস ও ট্রাকের সংঘর্ষে আবু সালেহ হোসেন (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু সালেহ যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানান, খুলনা থেকে যশোরগামী একটি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আবু সালেহ গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন চৌধুরি বলেন, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় বাসচালক পালিয়েছেন। তবে, বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।  মৃত ট্রাকচালকের মরদেহ হাসপাতালে আছে।

ট্যাগস

খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৫:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

খুলনা প্রতিনিধি: খুলনায় বাস ও ট্রাকের সংঘর্ষে আবু সালেহ হোসেন (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু সালেহ যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানান, খুলনা থেকে যশোরগামী একটি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আবু সালেহ গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন চৌধুরি বলেন, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় বাসচালক পালিয়েছেন। তবে, বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।  মৃত ট্রাকচালকের মরদেহ হাসপাতালে আছে।