ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে!

প্রযুক্তি ডেক্সঃ   আগামী বছরের শুরুতে গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং- এমন গুজব আগে থেকেই রয়েছে। এখন ভিন্ন এক প্রতিবেদন বলছে, হ্যান্ডসেটটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকবে, দেখা মিলবে আট গিগাবাইট র্যাম।

জিএসএম এরিনার প্রতিবেদন বলছে, ফোনটি দুটি সংস্করণে আসবে, ৪জি এবং ৫জি। ৪জি সংস্করণটি এসএম-এ৭২৫এফ, এবং ৫জি সংস্করণটি এসএম-এ৭২৬বি হিসেবে আসবে।

গ্যালাক্সি এ৭২ ৪জি ডিভাইসটি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গল-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায় ১৬৩৭ নম্বরের মধ্যে ৫৪৯ পেয়েছে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ থাকবে বলে পৃথক আরেক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

গ্যালাক্সি এ৭২-এ দেখা যাবে অ্যালুমিনিয়াম ফ্রেমের প্লাস্টিক ব্যাক প্যানেল। পর্দার আকৃতি হবে ৬.৭ ইঞ্চি, থাকবে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং নিচের দিকে স্পিকার গ্রিল।

মূল ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা রয়েছে। পাশাপাশি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, পাঁচ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরারও দেখা মিলবে।

স্মার্টফোনটিতে নতুন ক্যামেরা সেন্সরও দিতে পারে স্যামসাং। নতুন সেন্সরে থাকবে আরও উন্নত পোস্ট প্রসেসিং অ্যালগরিদম যা ক্যামেরার কর্মকাণ্ডকে আরও উন্নত করতে পারে।

ট্যাগস

গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে!

আপডেট সময় ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

প্রযুক্তি ডেক্সঃ   আগামী বছরের শুরুতে গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং- এমন গুজব আগে থেকেই রয়েছে। এখন ভিন্ন এক প্রতিবেদন বলছে, হ্যান্ডসেটটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকবে, দেখা মিলবে আট গিগাবাইট র্যাম।

জিএসএম এরিনার প্রতিবেদন বলছে, ফোনটি দুটি সংস্করণে আসবে, ৪জি এবং ৫জি। ৪জি সংস্করণটি এসএম-এ৭২৫এফ, এবং ৫জি সংস্করণটি এসএম-এ৭২৬বি হিসেবে আসবে।

গ্যালাক্সি এ৭২ ৪জি ডিভাইসটি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গল-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায় ১৬৩৭ নম্বরের মধ্যে ৫৪৯ পেয়েছে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ থাকবে বলে পৃথক আরেক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

গ্যালাক্সি এ৭২-এ দেখা যাবে অ্যালুমিনিয়াম ফ্রেমের প্লাস্টিক ব্যাক প্যানেল। পর্দার আকৃতি হবে ৬.৭ ইঞ্চি, থাকবে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং নিচের দিকে স্পিকার গ্রিল।

মূল ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা রয়েছে। পাশাপাশি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, পাঁচ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরারও দেখা মিলবে।

স্মার্টফোনটিতে নতুন ক্যামেরা সেন্সরও দিতে পারে স্যামসাং। নতুন সেন্সরে থাকবে আরও উন্নত পোস্ট প্রসেসিং অ্যালগরিদম যা ক্যামেরার কর্মকাণ্ডকে আরও উন্নত করতে পারে।