ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নির্মাণাধীন একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ডিপ টিউবওয়েল কন্ট্রাক্টরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা মোস্তফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার গলাচিপা এলাকার আউয়াল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মোস্তফা হাওলাদার নারায়ণগঞ্জ শহরের খানপুর সরদার বাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

নিহতের স্ত্রী সীমা বেগম জানান, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা হতে বের হন মোস্তফা হাওলাদার। রাতে আর বাসায় ফেরেননি।

রাতে তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। সকালে লোক মাধ্যমে জানতে পারি গলাচিপায় একটি বাড়িতে তার লাশ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করি।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মোস্তফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নারায়ণগঞ্জে নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নির্মাণাধীন একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ডিপ টিউবওয়েল কন্ট্রাক্টরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা মোস্তফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার গলাচিপা এলাকার আউয়াল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মোস্তফা হাওলাদার নারায়ণগঞ্জ শহরের খানপুর সরদার বাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

নিহতের স্ত্রী সীমা বেগম জানান, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা হতে বের হন মোস্তফা হাওলাদার। রাতে আর বাসায় ফেরেননি।

রাতে তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। সকালে লোক মাধ্যমে জানতে পারি গলাচিপায় একটি বাড়িতে তার লাশ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করি।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মোস্তফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।