ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে গলায় বাঁশি আটকে প্রাণ হারালো শিশু

নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের সময় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা।

সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে।

জানা যায়, সোমবার সকালে বাঁশি বাজানোর সময় আরিফুলের গলায় আটকে যায় বাঁশি। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জরুরি বিভাগেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এ সময় শিশু আরিফের মৃত্যু হয়।

শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুল সিদ্ধান্তের কারণে এবং অপারেশন থিয়েটারে না নেয়ায় তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আরএমও মঞ্জুরুল আলম জানান, শিশুটির গলা অনেকক্ষণ ধরে ব্লক হয়ে থাকায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নাটোরে গলায় বাঁশি আটকে প্রাণ হারালো শিশু

আপডেট সময় ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের সময় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা।

সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে।

জানা যায়, সোমবার সকালে বাঁশি বাজানোর সময় আরিফুলের গলায় আটকে যায় বাঁশি। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জরুরি বিভাগেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এ সময় শিশু আরিফের মৃত্যু হয়।

শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুল সিদ্ধান্তের কারণে এবং অপারেশন থিয়েটারে না নেয়ায় তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আরএমও মঞ্জুরুল আলম জানান, শিশুটির গলা অনেকক্ষণ ধরে ব্লক হয়ে থাকায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।