
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ২নং আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে এই ক্যাম্পটির ফ্রি চিকিৎসা সেবা।
দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান মো. ছালেহ উদ্দিন।
এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন, আগ্রাদ্বিগুন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মুজাফ্ফর রহমান, সোনালী স্বপ্ন সংগঠনের প্রধান সমন্নয়ক মো. আসাদুর রহমান শাহীন, অর্থ ও দপ্তর বিষয়ক সমন্নয়ক মো. রাশেদুল ইসলাম, আহবায়ক মো. রাইহান হোসেন, সদস্য সচিব মো. মহিনুর ইসলাম, নাইম সিদ্দিকী, সোহাগ হোসেন, আরমান হোসেন, আব্দুল কাদের, আজিজার রহমান, মনির হোসেন, শরীফ আহমেদ, ইমরান হোসেন, আল আমিন প্রমুখ।
উক্ত ক্যাম্পটিতে জেনারেল ফিজিসিয়ান ডাঃ এস এম আবু জার গিফারী, শিশু ও ডায়েবেটিস চিকিৎসক ডাঃ মো. শিমুল, নিউরো মেডিসিন চিকিৎসক ডাঃ শুভ্র শাহা, মেডিসিন অভিজ্ঞ ডাঃ সামিউল হাসান শামিম সংগঠনের পক্ষ থেকে প্রায় ২ শতাধিক রোগীেদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।