স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় সেন্টু সরকার (৩৫) নামে সৌদি প্রবাসীর হাত-পা বেঁধে মারধর ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুর গ্রামের খন্দকারপাড়া মহল্লার বাড়ি থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।
নিহত সৌদি প্রবাসী সেন্টু সরকার ঢাকার ধামরাই উপজেলার তেরধারা গ্রামের নারায়ণ সরকারের ছেলে। তিনি আট মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
এরপর থেকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুর গ্রামের খন্দকারপাড়া মহল্লায় একটি বাড়ি নির্মাণ করছিলেন তিনি।পুলিশ জানায়,-
২০ আগস্ট সেন্টু সরকার ধামরাইয়ের বাসা থেকে আশুলিয়ায় নির্মাণাধীন নতুন বাড়ির কাজ দেখার জন্য আসেন। ২৩ আগস্ট মায়ের সঙ্গে শেষ কথা হয় সেন্টুর।
এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মঙ্গলবার সকালে তার ভাই আশুলিয়ার নতুন বাড়িতে আসেন। বাড়ির একটি তালাবদ্ধ কক্ষের মধ্যে থেকে দুর্গন্ধ পান তিনি।
পরে পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের পা একটি কাল কাপড় দিয়ে ও জানালার সঙ্গে হাত গামছা দিয়ে বাঁধা ছিল।
তার গলায় ও দেহের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। পুলিশের ধারণা দুইদিন আগে হাত-পা বেঁধে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও বটি উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করা হবে।