স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কোয়ার্টারে বিধি বহির্ভূতভাবে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।
খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলামের কাছে এর কারণ জানতে চেয়েছেন নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক (ডিএডি) একেএম মুরশেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একেএম মুরশেদ জানান, করোনা ভাইরাস মহামারির মধ্যেই স্টেশন অফিসার বিধি বহির্ভূতভাবে বেশ কয়েকজন যুবককে স্টেশনের কোয়ার্টারে আশ্রয় দেন। তারা এখানে রাতযাপনও করেন।
বিষয়টি মৌখিকভাবেও জানাননি সিনিয়র স্টেশন অফিসার। এদিকে, বহিরাগতরা চলে যাওয়ার পর তাদের থাকার ঘটনা জানাজানি হলে সেখানে বসবাসরত অন্যান্যদের মধ্যে করোনা নিয়ে ভীতি সৃষ্টি হয়। তাদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে। এক পর্যায়ে উপসহকারী পরিচালক একেএম মুরশেদ লিখিতভাবে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলামকে কৈফিয়ত তলব করেন।
তবে এখনও এর জবাব দেননি শফিউল ইসলাম। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান একেএম মুরশেদ।
এ বিষয়ে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, বহিরাগত কাউকে তিনি আশ্রয় দেননি। অন্য কেউ কেউ আশ্রয় দিয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।