স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর রাণীনগরে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা (৬৩০ কেজি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বড়গাছা বাজারের মোজ্জাফ্ফর হোসেনের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, সরকারি চাল ভোক্তাদের কাছ থেকে কিনে ওই বাড়িতে জোর করে মজুদ করে রাখেন স্থানীয় চাল ব্যবসায়ী একই গ্রামের ওয়াহেদের ছেলে বিমান।
বাড়িটিতে কেউ না থাকায় এবং বাড়ির মালিক মোজ্জাফ্ফর বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় এ সুযোগ নেন তিনি। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান-
শফিউল আলমের নির্দেশনায় দীর্ঘদিন যাবত সরকারি চাল কেনা-বেচার কারবার করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার চালগুলো জব্দ করে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন বলেন, খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।