স্টাফ রিপোর্টার নওগাঁ:পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত না করে অনলাইন ক্লাসের নামে অনিয়ম বন্ধের দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রণ্ট ।
শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে মঙ্গলবার সকালে এ মানব বন্ধন করা হয় ।এ সময় বক্তারা বলেন অনলাইন ক্লাসের নামে এক দিকে অর্থ বরাদ্ধে অনিয়ম অন্যদিকে শিক্ষার্থীদের মেধা নষ্ট হচ্ছে । তৃনমুল পর্যায়ে এর কোন সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা । কিন্ত প্রতিদিন ক্লাসের নামে বিপুল অর্থ বরাদ্ধ করা হচ্ছে । যা প্রচলিত শিক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়ছে ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন পলাশ বর্মন, মৃত্তিকা আবেদিন সোনালী ইসলাম, মিজানুর রহমান প্রমুখ ।
https://www.facebook.com/VisionNews71/videos/360518954953535/