রাজনীতি ডেস্কঃ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাবিব উল্লাহ হাবিব মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৭ জুন) এক শোকবার্তায় ফখরুল বলেন, হাবিব উল্লাহ হাবিব জাতীয়তাবাদী ছাত্রদলের একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।
তার মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় ছাত্রনেতার মৃত্যুতে আমি শোকহাত। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।