নওগাঁ,স্টাফ রিপোর্টারঃ আজ নওগাঁ সদর উপজেলার বাচাড়িগ্রামে এবং পৌর এলাকায় অনির্বাণের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কাজী তিয়াস, সাধারণ সম্পাদক আরাফাত অভি, সাংগঠনিক সম্পাদক হিমেল, দপ্তর সম্পাদক তামিম,প্রচার সম্পাদক ফাহাম আশিক, বন ও পরিবেশ সম্পাদক উচ্ছাস, উপ দপ্তর সম্পাদক আশিক,যোগাযোগ সম্পাদক স্বপ্নীল, প্রশিক্ষণ সম্পাদক আরতিম, ক্রিয়া সম্পাদক এনামুল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শুভ এবং উপ-প্রচার সম্পাদক রাসা।
সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে কাজগুলো সম্পন্ন করেছে। নওগাঁতে এই প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু ছাত্ররা মিলে তৈরি করে এই সংগঠনটি।
তারপর হাঁটি হাঁটি পা এগিয়ে কাজ করে যাচ্ছে। জানা গেছে, সংগঠনটি প্রায় ২ মাসের অগ্রযাত্রায় করোনা পরিস্থিতিতে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং আরো ৩৫০ জনকে ঈদ উপহার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।
এ পর্যন্ত তারা তাদের নিজের অর্থ এবং বেশ কিছু সহৃদয়বান ব্যক্তির কাছে থেকে পাওয়া অর্থে কাজ করে আসছে সংগঠনটি।
আরো কিছু সহৃদয়বান ব্যক্তি যদি সমাজের কল্যাণে এগিয়ে আসে তাহলে কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে তারা অনেক বেশি আশাবাদী বলে মনে করেন।